ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় দিনে চেয়ারম্যান পদে যোগদান, রাতে গ্রেপ্তার

সঞ্জয় সরকার, নিজস্ব সংবাদদাতা,নেত্রকোনা

প্রকাশিত: ১৮:৩৯, ১৫ মে ২০২৫

নেত্রকোনায় দিনে চেয়ারম্যান পদে যোগদান, রাতে গ্রেপ্তার

ছ‌বি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত ন’টার দিকে গোবিন্দ্রশী ইউনিয়নের সকালবাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হওয়া মাইদুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান স্থানীয়রা। 

জানা গেছে, ভুয়া ভূমিহীন সনদ দেয়ার অভিযোগে গত ৫ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাইদুল ইসলামকে বরখাস্ত করে। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত বরখাস্তের আদেশটি ছয়মাসের জন্য স্থগিত করেন। সে অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে চেয়ারম্যানের পদে যোগ দেয়ার চিঠি দেয়া হয়। চিঠি পেয়ে ওইদিন তিনি পরিষদে যোগদানও করেন। কিন্তু ওইদিনই (বুধবার) আবার রাত ন’টার দিকে তাকে সকাল বাজারের জনৈক রুপ্তনের চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির ওসি মোঃ আরমান আলী জানান, মাইদুলকে বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানায় গত ১ সেপ্টেম্বর দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মদন উপজেলায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। 

মদন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান মাইদুল ইসলামের পদ ফিরে পাওয়া ও একই দিন রাতে আবার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাব্বির

×