ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহী বিভাগে কোরবানির পশুর জন্য প্রস্তুত তিনশতাধিক হাট

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৮:৩৪, ১৫ মে ২০২৫

রাজশাহী বিভাগে কোরবানির পশুর জন্য প্রস্তুত তিনশতাধিক হাট

এবারের ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী বিভাগের ৩০২টি হাটে কেনাবেচা হবে কোরবানীর পশু। বৃহস্পতিবার এক রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী বিভাগী প্রাণী সম্পদ দফতরের উদৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিভাগের এসব হাটের মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট রয়েছে। প্রাণিসম্পদ দফতরের তথ্য মতে, হাটগুলো মেডিকেল টিম দ্বারা তত্ত্বাবধান করা হবে।
বিভাগের প্রতিটি জেলায় পশু কেনাবেচার জন্য স্থায়ী ও অস্থায়ী হাটসমূহে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও গাভীর গর্ভ পরীক্ষা করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে দফতরটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবছর রাজশাহী বিভাগে প্রায় ৪৩ লাখ ৪৪ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারীরা।
এদিকে রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট, বাজার, ও মার্কেটসমূহে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে হাটের ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাজার কমিটি ও পরিবহণ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি পশুরহাটে সিসি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। সেই সাথে পশু রাখার জন্য শেড তৈরি করা, আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা রাখা কথাও বলেন। তিনি জাল টাকা শনাক্তকরণ ও লেনদেন সংক্রান্ত বুথ স্থাপনে ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান। পশুরহাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান। সার্বিক নিরাপত্তায় হাট কেন্দ্রিক পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হবে বলে জানান পুলিশ কমিশনার।

 

রাজু

×