
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডাইনামিক ফুটবল একাডেমি। ফাইনাল খেলায় তারা রিজার্ভ বাজার ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশিদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় কিংশুক চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান এবং ফুটবল কোচ লিনা চাকমা।
নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলা সদরের চারটি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী একাডেমিগুলো হলো—ডাইনামিক ফুটবল একাডেমি, রিজার্ভ বাজার ফুটবল একাডেমি, ক্লাসিক ফুটবল একাডেমি এবং ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমি।
রাজু