ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বাধীনতার ঘোষণা মির ইয়ার বালোচের

"আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্তানি"

প্রকাশিত: ১১:২২, ১৫ মে ২০২৫; আপডেট: ১১:২৭, ১৫ মে ২০২৫

ছবি :সংগৃহীত

পাকিস্তান যখন গভীর আর্থিক ও নিরাপত্তাজনিত সংকটে ভুগছে এবং ভারত সম্প্রতি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে অভিযান চালিয়েছে, সেই সময়েই কয়েকজন বালোচ নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

বুধবার বালোচ নেতা মির ইয়ার বালোচ স্পষ্ট ভাষায় বলেন, "বেলুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না।" তাঁর দাবি, "আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্তানি।" তিনি জানান, ১৯৪৭ সালের ১১ আগস্ট, যখন ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করছিল, তখনই বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছিল

পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে ভারতের দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন মির ইয়ার বালোচ। তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশে বলেন, "পাকিস্তানকে পিওকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) ছাড়তে হবে। ভারতের অবস্থানকে বেলুচিস্তান সম্পূর্ণ সমর্থন করে। আন্তর্জাতিক মহলের উচিত পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে তাকে পাক অধিকৃত কাশ্মীর খালি করতে বাধ্য করা।" 

তিনি ভারতের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, "চীন পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বেলুচিস্তান এবং তার জনগণ ভারতের সরকারকে সমর্থন করছে। নরেন্দ্র মোদিজি, আপনি একা নন, আপনার পেছনে ৬ কোটি বালোচ দেশপ্রেমিক রয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "পাক সেনাবাহিনীর লোভী জেনারেলরা কাশ্মীরের সাধারণ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।"

মির ইয়ার সতর্ক করেন, পাকিস্তান যদি এই বিষয়গুলোতে কর্ণপাত না করে, তবে ঢাকার মতো আরেকটি লজ্জাজনক পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে ৯৩,০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। তাঁর মতে, পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করতে ভারত সম্পূর্ণভাবে সক্ষম।

ভারত এবং আন্তর্জাতিক মঞ্চের কাছে বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছেন মীর ইয়ার বালুচ। পাকিস্তানের মিথ্যা দাবিকে সমর্থন না করার আবেদন জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বালুচিস্তানকে জোর করে এবং বিদেশি শক্তির মদতে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বহু বছর ধরে বালুচিস্তানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, ভুয়ো এনকাউন্টার এবং ভিন্নমতের দমন। এই অপরাধের জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী দায়ী।

ওই বালোচ নেতা ভারতীয় নাগরিক, বিশেষত সংবাদমাধ্যম, ইউটিউবার এবং বুদ্ধজীবীদের আর্জি জানিয়েছেন, "বালোচরা পাকিস্তানের বাসিন্দা নয় ৷"

তিনি লেখেন, "প্রিয় ভারতীয় দেশপ্রেমী সংবাদমাধ্যম, ইউটিউবার কমরেড, বুদ্ধিজীবীরা, ভারতকে রক্ষার জন্য দিনরাত লড়ে চলেছেন ৷ আমরা তাঁদের অনুরোধ করছি, বালোচদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না ৷ আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি ৷ পাকিস্তানের নিজস্ব মানুষ পঞ্জাবি ৷ তারা কখনও বোমা বর্ষণ, অপহরণ এবং গণহত্যা দেখেনি ৷"

সূত্র - 'We're Not Pakistani': Baloch Leader Declares Independence

সা/ই

×