
খুলনায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নেতা পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে ৮ জন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা কলোনীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও ৭ জনকে সঙ্গে নিয়ে বাস্তুহারা কলোনীর বাসিন্দা বাপ্পির বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে। তারা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ বলে আখ্যায়িত করে এবং তিন লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়।
বাপ্পি জানান, “রাত ১০টার দিকে হঠাৎ কয়েকজন যুবক এসে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর কথা বলে। তারা টাকা দাবি করে, না দিলে নানা ভয় দেখায়। আমি চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে পড়ে। পরে পুলিশ এসে তাদের আটক করে।”
ঘটনাস্থলে উপস্থিত খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোবহান বলেন, “বাস্তুহারা কলোনীর ২ নম্বর রোডে গণ্ডগোলের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। প্রাথমিক তদন্তে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ মিলেছে। ৮ জনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিয়মিত চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত ছিল।
নুসরাত