
ছবি: প্রতীকী
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে বোনের বাড়ি থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের নাম জুবায়ের আহমেদ লিমন (২২)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ স্টেশন এলাকার বাসিন্দা এবং আমানুল্লাহ কারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে লিমন কাওরাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এরপর থেকে তিনি গফরগাঁওয়ের পাচুঁয়া গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। তার বোনের স্বামী প্রবাসে থাকায় পারিবারিকভাবে তিনি ওই বাড়িতে থেকে সহায়তা পেতেন।
স্থানীয়দের দাবি, লিমনের এর আগে দুটি বিয়ে বিচ্ছেদে শেষ হয়েছিল, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
এম.কে.