ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তান্ত্রিকের কথায় ২ বছরের ছেলেকে হত্যা করলেন মা

প্রকাশিত: ১১:২৩, ১৫ মে ২০২৫

তান্ত্রিকের কথায় ২ বছরের ছেলেকে হত্যা করলেন মা

ছবি: সংগৃহীত।

ভারতের হরিয়ানার ফারিদাবাদের একটি পরিবারে ঘটে যাওয়া হৃদয়বিদারক একটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়— অন্ধবিশ্বাস কতটা ভয়াবহ হতে পারে। মাত্র দুই বছর বয়সী এক শিশু, যার গোটা জীবনই ছিল সামনে পড়ে থাকা খোলা ক্যানভাসের মতো, তাকে তার নিজ মা-ই হত্যা করেছেন। কারণ? এক নারী তান্ত্রিকের দাবি— সে ‘জ্বিনের সন্তান’।

এই ঘটনা শুধুমাত্র একটি ক্রাইম রিপোর্ট নয়, এটি মানসিক স্বাস্থ্য, শিক্ষার ঘাটতি এবং সমাজে অন্ধবিশ্বাসের দৌরাত্ম্যের একটি জ্বলন্ত দৃষ্টান্ত।

ফারিদাবাদের বাসিন্দা মেঘা, নিয়মিত যেতেন এক তান্ত্রিক নারীর কাছে— নাম মিতা। তার তান্ত্রিক চর্চা এবং কথার জালে এক সময় মেঘা এতটাই জড়িয়ে পড়েন যে, বিশ্বাস করে বসেন— তার নিজের সন্তান নাকি কোনো অশুভ আত্মার অবতার। এরপরই আসে বিভীষিকার সিদ্ধান্ত: রবিবার সন্ধ্যায় তিনি নিজের সন্তানকে ফেলে দেন আগ্রা খালে।

পরে ডুবুরিরা শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর শিশুর দেহ তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার তিনদিন পর মেঘা ও মিতা উভয়কেই গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মিতা বলেন, তিনি ‘তন্ত্র-মন্ত্রে’ বিশ্বাস করেন এবং শিশুটিকে ‘জ্বিনের সন্তান’ বলে মনে করতেন। মেঘাও স্বীকার করেছেন, তান্ত্রিকের কথায় বিশ্বাস করেই এই কাজ করেছেন।

ভারতে আইপিসি ধারা ৩০২ (খুন), ১২০বি (ষড়যন্ত্র) ও ৩৪ (গোষ্ঠী অপরাধ) অনুসারে দুইজনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। আদালত তাদের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে শুধু শাস্তি নয়, প্রতিরোধমূলক উদ্যোগ এখন সময়ের দাবি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

নুসরাত

×