
ছবি: সংগৃহীত
রাস্তাঘাটে হৈ-হুল্লোড় না করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার জাতীয় শিল্পকলা একাডেমীতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ।
মঈন খান বলেন, "এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হৈ-হুল্লোড় করো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।"
তিনি আরও বলেন, "আমরা এই দেশ পরিচালনা করেছি। একসময় দায়িত্ব জনগণ আমাদের দিয়েছিল। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=JXBlT48Ai5c
এএইচএ