ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টোকিওতে বাংলাদেশ-জাপান বৈঠক, আলোচনায় থাকবে ভারত-চীন প্রসঙ্গ

প্রকাশিত: ০৭:২৭, ১৫ মে ২০২৫

টোকিওতে বাংলাদেশ-জাপান বৈঠক, আলোচনায় থাকবে ভারত-চীন প্রসঙ্গ

ছবি : প্রতীকী

বৃহস্পতিবার (১৫ মে) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা- ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ভারত ও চীন প্রসঙ্গও অন্তর্ভুক্ত রয়েছে।

টোকিওর পক্ষ থেকে ঢাকার সঙ্গে দিল্লি ও বেইজিংয়ের বর্তমান সম্পর্ক সম্পর্কে জানার আগ্রহ রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ঢাকা ও বেইজিংয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, এফওসি বৈঠকটি দুটি ভাগে বিভক্ত থাকবে। বৈঠকের দ্বিতীয় ভাগে আঞ্চলিক ইস্যুগুলো আলোচনায় আসবে, যার মধ্যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিষয়ে আলোচনা হবে। এ সময় জাপানের অনুরোধে দক্ষিণ এশিয়া বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে। আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হবে টোকিওকে।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বক্তব্যের পর জাপানও তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। এমনকি, ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশকে উৎসাহিত করার অনুরোধ জানাতে পারে জাপানের পক্ষ থেকে। পাশাপাশি, আলোচনায় জাপানের বিগ–বি উদ্যোগও স্থান পাবে, যেখানে প্রকল্পটি সামনে এগিয়ে নেওয়া এবং ভারতের অংশগ্রহণের সুযোগ রাখার বিষয়টি আলোচনায় আসতে পারে।

জাপানের পক্ষ থেকে চীনসহ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বিশেষ করে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্প্রসারণ এবং চীনের দিকে বাংলাদেশের ‘ঝুঁকে পড়া’ নিয়ে টোকিও বাস্তব তথ্য জানতে চাইতে পারে। তিস্তা প্রকল্প, মাতারবাড়ি এবং বে অফ বেঙ্গলে চীনের অগ্রাধিকার পাওয়া নিয়েও আলোচনার বিষয় থাকতে পারে। 

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “দক্ষিণ এশিয়া নিয়ে জাপানের কিছু উদ্বেগ রয়েছে। বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকছে কিনা বা ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা—এসব বিষয় জানতে চাইতে পারে জাপান। আমাদের অবস্থান পরিষ্কার—আমরা একজনের সঙ্গে সম্পর্কের কারণে অন্যজনের সঙ্গে সম্পর্ক খারাপ করব না। আমাদের পররাষ্ট্রনীতি ও স্বার্থ বিবেচনায় আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। চীন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতও। কাউকে আলাদা চোখে দেখার সুযোগ নেই। কোনো সময় সম্পর্ক ভালো বা খারাপ হতে পারে, তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকে।”

সূত্র জানায়, এবারের এফওসি বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের পরিবর্তে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম। জাপানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহোরি তাকেশি।

বৈঠকের প্রথম পর্বে আলোচনা হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক, অর্থনৈতিক ও খাতভিত্তিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং মিয়ানমার ও রোহিঙ্গা সংকট বিষয়ে।

দ্বিতীয় পর্বে আঞ্চলিক ইস্যুগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, বৈশ্বিক প্রসঙ্গ ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। 

সা/ই

×