ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ০৯:০৩, ১৫ মে ২০২৫

ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, বুধবার তারা ইসরায়েলের তেলআভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি গত ২৪ ঘণ্টায় তৃতীয় হামলা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং এটি "সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।হামলার ফলে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা এক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

এ হামলাকে তিনি "অত্যাচারিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের প্রকাশ" হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও হুঁশিয়ারি দেন, "গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলতেই থাকবে এবং অবরোধ তুলে না নিলে থামবে না।"

তবে বুধবারের এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বুধবার ভোরে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাস ইসা, আল-হুদাইদা ও সালিফ বন্দরের বাসিন্দাদের অবিলম্বে সেসব এলাকা ছাড়ার নির্দেশ দেয় সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায়।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী ও আদেন উপসাগর দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে। তারা বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদেই এসব পদক্ষেপ।

চলতি বছরের জানুয়ারিতে গাজায় সাময়িক যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। তবে মার্চে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করলে হুথিরাও আবার হামলা শুরু করে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি গোষ্ঠী বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে জানানোর পরই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও হুথি গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছে।  

তবে হুথি গোষ্ঠী জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত হামলার ক্ষেত্রে প্রযোজ্য। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে তারা তাদের অভিযান চালিয়ে যাবে।

সূত্র - yemen-s-houthis-claim-new-missile-attack-on-israel-s-ben-gurion-airport

সা/ই

×