ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিরতি ভাঙলেন মালাইকা

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ১৪ মে ২০২৫

বিরতি ভাঙলেন মালাইকা

মালাইকা চৌধুরী

মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর গেল বছরে তার অভিষেক ঘটে নাটকেও। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’, যেখানে তার জুটি হয়েছিলেন ফারহান আহমেদ জোভান। নাটকটি সে সময় ভালোই সাড়া ফেলে। অনেকে ভেবেছিল মালাইকা হয়তো নিয়মিত অভিনয় করবেন। কিন্তু তা আর হয়নি। বেশ বিরতি নিয়েই দ্বিতীয় প্রজক্টে যুক্ত হলেন এই তরুণ মুখ। ইতোমধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে ফিকশনের শূটিং। এখানে তার সঙ্গে এবার জুটি হয়েছেন ইয়াশ রোহান। প্রথম কাজের মতো এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মালাইকা চৌধুরী বলেন, ‘এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম। অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শূটিং করেছি। ভালোই লেগেছে শূটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট।’ তিনি আরও বলেন, ‘এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া। তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন। আমি তো একদমই নতুন, এখনো শিখছি। একটা দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না। তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরও ভালো পারফর্ম করার। বাকিটা দর্শক দেখার পর বলতে পারবেন, কেমন করেছি আমি।’ পরিচালক জানান, কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এমন একটি বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই ইউটিউব ফিল্মটি। রবিউল ইসলাম জীবনের কথায় ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ক্ষতিপূরণ’-এ আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় এটি সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

প্যানেল

×