ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নদী বাঁচলে দেশ বাঁচবে

শাহিদা জাহান ইরানী

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ মে ২০২৫

নদী বাঁচলে দেশ বাঁচবে

নদী হলো বাংলাদেশের হৃদস্পন্দন। এদেশের জনপদ গড়ে উঠেছে নদীর ঢেউয়ের ছন্দে আর নদীর প্রবাহেই বয়ে চলে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির ধারা। কিন্তু আজ এই জীবন্ত নদীগুলো যেন ক্রমশ ক্লান্ত, দূষণ আর দখলের যন্ত্রণায় কাতর। চলমান নৌনিরাপত্তা সপ্তাহ আমাদের মনে করিয়ে দেয়। যদি পরিবেশের সুস্থতা চাই, যদি প্রাণ টিকিয়ে রাখতে চাই, তবে আমাদের আগে নদীকে মুক্ত করতে হবে এ দখল-দূষণ  থেকে। এক সময় যে নদীগুলো ছিল দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, আজ সেগুলো দূষিত পানির ধারায় পরিণত হয়েছে। শিল্পকারখানার বর্জ্য, পলিভরাট, প্লাস্টিক এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ নদীর স্বাভাবিক জীবনচক্র ধ্বংস করছে। মাছ হারিয়ে যাচ্ছে, জলজ জীববৈচিত্র্য বিলীন হচ্ছে, আর সেইসঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। শুধু নদীর দূষণ নয়, আমাদের নৌপথ ব্যবস্থাও আজ চরম সংকটে। দুর্ঘটনা, অতিরিক্ত যাত্রী বহন, অপরিকল্পিত নৌযান চলাচল সবকিছু মিলে নৌপথের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ছিল একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগ মাধ্যম। আজ সেই নৌপথকে নিরাপদ রাখা জরুরি শুধু অর্থনীতির স্বার্থে নয় বরং কোটি মানুষের জীবনের স্বার্থে। নদী বাঁচানো মানে দেশ বাঁচানো।  নদী শুধু পানির প্রবাহ নয়, নদী আমাদের কৃষির জীবনরস, আমাদের মৎস্য খাতের ভিত্তি, পরিবেশের ফুসফুস। নদী হারালে আমরা হারাব আমাদের শেকড়। তাই নদীর ওপর দখলদারি বন্ধ করা, শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় কঠোরতা আনা এবং নদী সংস্কার কার্যক্রম আরও গতিশীল করাই এখন সময়ের দাবি। একইভাবে, নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজন নৌযানের মান নিয়ন্ত্রণ, দক্ষ নাবিক তৈরি, নিয়মিত যান্ত্রিক পরীক্ষা এবং সর্বোপরি যাত্রী নিরাপত্তা বিধান। নদী দূষণমুক্ত ও নৌপথ নিরাপদ করার জন্য চাই সমন্বিত উদ্যোগ। সরকারি নীতিমালা কঠোর হওয়া জরুরি, বেসরকারি খাতকে পরিবেশবান্ধব বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে আর জনগণকে নদী রক্ষার সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বিশ্বজুড়ে এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবেশ সুরক্ষা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য ধরা হচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। দূষণমুক্ত নদী আর নিরাপদ নৌযান এই দুইয়ের সমন্বয়ই পারে আমাদের অর্থনীতি আরও সচল করতে, পরিবেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, নৌপথ নিরাপদ হলে অর্থনীতির গতি বাড়বে। দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তার স্বার্থে এখন থেকেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
শান্তিডাঙ্গা, কুষ্টিয়া থেকে

প্যানেল

×