ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

ইতালির মাউন্ট এটনায় ফের অগ্ন্যুৎপাত

প্রকাশিত: ২২:২৮, ১৪ মে ২০২৫

ইতালির মাউন্ট এটনায় ফের অগ্ন্যুৎপাত

.

ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও ব্যাপকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং ইউরোপের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরিতে হঠাৎ এই অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে ব্যাপক ছাই ও উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার এই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
সাতের্ন ক্রেটার নামের একটি নির্দিষ্ট গহ্বর থেকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে ঘন ঘন ও তীব্র বিস্ফোরণ ঘটতে থাকে এবং দুটি ছোট লাভা প্রবাহ দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ে বলে কাতানিয়া টুডে জানায়। একই সঙ্গে আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাইয়ের স্তম্ভ দক্ষিণ-পূর্বে ভেসে কাছাকাছি শহর জাফারানা এটনায় ছাই জমা করতে শুরু করে।
ইতালির জাতীয় ভূতাত্ত্বিক ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা (আইএনজিভি) অগ্ন্যুৎপাতটি নজরে নিয়ে বিমান চলাচলের জন্য তাদের ভিওএনএ (ভলকানো অবজারভেটরি নোটিস ফর অ্যাভিয়েশন) সতর্কতা সবুজ স্তরে নামিয়ে এনেছে, যা সবচেয়ে নিচের ও স্বাভাবিক সতর্কতা ধাপ।

প্যানেল

×