ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম,নিজস্ব সংবাদদাতা,দৌলতপুর,কুষ্টিয়া

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ মে ২০২৫; আপডেট: ১৯:৫৭, ১৪ মে ২০২৫

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।  

১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন শুন্য লাইনের বাংলাদেশ সীমানায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহা।

দুপুর ১২.৪৫টা পর্যন্ত অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো কার্যক্রমে উভয় বাহিনীকেই ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার গাইড লাইন ১৯৭৫ অনুসরণ এবং সীমান্ত হত্যায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে তৎপর থাকতে হবে। এছাড়াও যে কোন সমস্যা সমাধানে বিওপি এবং কোম্পানী পর্যায় থেকে শুরু করে উদ্ধর্তন পর্যায়ে আলোচনা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট যে কোন বিষয়ে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিএসএফ সেক্টর কমান্ডার ও বিজিবি সেক্টর কমান্ডার একমত পোষণ করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, কুষ্টিয়া সেক্টরের ষ্টাফ অফিসার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম ও মেজর মো. আমিনুর রহমান এবং স্থানীয় কোম্পানী কমান্ডার ও বিওপি কমান্ডার। অপরদিকে বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন, বহরমপুর সেক্টরের ১১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী শংকর প্রসাদ সাহু, বহরমপুর সেক্টরের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডার। শেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এরআগে সৌজন্য সাক্ষাতপূর্ব কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বহরমপুর সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটারিয়ন এর চৌকষ দল বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড সালামী প্রদান করেন।

আলীম

×