ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

পায়রা বন্দরের অব্যবহৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন

মেজবাহউদ্দিন,নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:০০, ১৪ মে ২০২৫; আপডেট: ২০:০২, ১৪ মে ২০২৫

পায়রা বন্দরের অব্যবহৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন

ছবিঃ জনকণ্ঠ

পায়রা বন্দরের অধিগ্রহণকৃত অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের সুযোগের দাবিতে বুধবার বিকেলে শত শত কৃষক মানববন্ধন করেছেন। লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এই মানববন্ধন করা হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মজিবর রহমান প্যাদা, আব্দুল খালেক, শাখাওয়াত হোসেন, শাহবুদ্দিন হাওলাদার প্রমুখ।


কৃষকরা জানান, অধিগ্রহণের পর থেকে তারা অধিকাংশ জমির মালিকরা ক্ষতিপুরনের টাকা এখনও উত্তোলন করতে পারেননি। তারা বেকার হয়ে গেছেন। মানবেতর জীবনযাপন করছেন। অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদ করে বছরের খোরাকি ধানচাল সংগ্রহ করে আসছেন। এখন ওই জমি তাদের বাদ দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি মধ্যস্বত্ত¡ভোগী চক্রকে লিজ দেওয়ার প্রক্রিয়া করেছে। ফলে তারা জীবীকা হারানোর শঙ্কায় পড়েছেন। মানবিক বিবেচনায় লিজ না দিয়ে জমির স্ব স্ব মালিককে চাষাবাদের সুযোগ করে দেওয়া হোক।

নইলে তাদের জীবন-জীবিকা বন্ধের উপক্রম হয়ে পড়বে। উল্লেখ্য পায়রা বন্দর কর্তৃপক্ষ লালুয়ায় অধিগ্রহণকৃত অব্যবহৃত ১৪ শ’ একর কৃষি জমি চাষাবাদের জন্য এ বছর থেকে রাজস্ব আয়ের জন্য একসনা লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই জমি লালুয়ার অন্তত তিন হাজার কৃষক পরিবার চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিল। কৃষকরা এই জমি লিজ না দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার জন্য দাবি জানান। নইলে তারা পরিবার পরিজন নিয়ে পথে বসবেন বলে আশঙ্কা ব্যক্ত করেন। তারা বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেন।

সাব্বির

×