
বগুড়া সদরের গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল অংশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রাইভেট পড়ানোর নামে বাড়িতে ডেকে নিয়ে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছেন। এমনকি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে ছাত্রীদের হাত ধরে চলাফেরা করতেও তাকে দেখা গেছে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করলেও শিক্ষকের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা নিশ্চিত করতে না পারার কথা বললেও, ছাত্রীরা তা মানতে নারাজ। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ মহাসড়কে নেমে আসে।
বিক্ষোভে তারা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার, আইনানুগ বিচারসহ ৬ দফা দাবি উত্থাপন করে। এসময় অনেক প্রাক্তন ছাত্রীরাও আন্দোলনে সংহতি জানান এবং অতীতে তারাও এমন ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এই শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে ইতিপূর্বে বেশ কয়েকজন ছাত্রী স্কুল পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন।
আলোচনার পর প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অভিভাবকরা বলেন, “আমরা সন্তানদের নিরাপদ শিক্ষাঙ্গন চাই। এর সুষ্ঠু বিচার না হলে আবারো কঠোর আন্দোলনে নামা হবে।
সাব্বির