
সৌদির রাজধানী রিয়াদে সালমানের উপস্থিতিতে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। গত ২৫ বছরে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো সিরিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন। উপসাগরীয় দেশগুলোর নেতাদের বৃহত্তর সম্মেলনের আগে বুধবার এই সংক্ষিপ্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। সৌদি আরবে দুই দিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান। সেখানে তাকে নিজে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর আরব নিউজের।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। তিনি কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন। এ ছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে। এদিকে সৌদিতে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির।