
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সমলয় চাষাবাদের বোরো ধান কাটা কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপণ করা ধান কাটা হয়।
বুধবার (১৪ মে) বিকাল ৫টায় আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০ একর জমির ব্রিধান-৯২ জাতের ধান কাটা কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন পালোয়ান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দৌলত খাঁ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর জামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মতি, মুসলে উদ্দীন, সোহেল রানা, রফিকুল ইসলাম ও কৃষকবৃন্দ।
নোভা