
ছবিঃ সংগৃহীত
গাজায় আজ বুধবার (১৪ মে) ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো।
উত্তর গাজার আল-নাহদা শরণার্থী শিবিরে বসবাসকারী মোহাম্মদ আল-দ্রেইনি জানান, শিবিরের একটি তাঁবুতে ইসরায়েলি সেনাবাহিনী বোমা হামলা চালায়, “যার ফলে একাধিক মানুষ শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।”
তিনি আরও জানান, নিহতদের মধ্যে ফুটবল খেলতে থাকা শিশুদেরও পাওয়া গেছে।
এই ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান