ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

মালয়েশিয়ায় আসিফ নজরুল: শ্রমিকদের জন্য সুখবর আসছে!

প্রকাশিত: ২১:০৭, ১৪ মে ২০২৫

মালয়েশিয়ায় আসিফ নজরুল: শ্রমিকদের জন্য সুখবর আসছে!

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, "এই সফর মূলত শ্রমবাজার ইস্যু নিয়ে। আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন—অনেকে অনিয়মিত হয়ে পড়েছেন, অনেকে কাজ পাচ্ছেন না। তাঁরা রেমিট্যান্স যোদ্ধা, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমরা এখানে এসেছি, যতটা সম্ভব তাঁদের স্বার্থ রক্ষায় কাজ করতে।"

সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে বুধবার (১৪ মে) তিনি বাংলাদেশি কর্মীদের কর্মস্থল হিসেবে ব্যবহৃত একটি কারখানা পরিদর্শন করবেন এবং সেখানে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। ২০২৩ সালের ৩১ মে’র পর থেকে দেশটি নতুন করে আর কোনো কর্মী নেয়নি। এরপর দুই দেশের মধ্যে আর কোনো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়নি, যদিও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে।

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার বিষয়ে অতীতেও নানা ওঠানামা দেখা গেছে। ২০০৮ সালে প্রথমবার শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে তা আবার চালু হয়। কিন্তু ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে আবারও কর্মী গ্রহণ বন্ধ করে দেয় মালয়েশিয়া। পরে ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন এক সমঝোতা চুক্তির মাধ্যমে তিন বছর পর পুনরায় বাজারটি চালু হয়। এরপর ২০২২ সালের আগস্টে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হলেও, মাত্র কয়েক মাসের ব্যবধানে ২০২৩ সালের ১ জুন থেকে মালয়েশিয়া ফের নিষেধাজ্ঞা জারি করে।

ফারুক

×