ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

ফসলী জমিতে ইটভাটা নির্মাণের ঘটনায় পরিবেশ আদালতের তদন্তের নির্দেশ

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৪০, ১৪ মে ২০২৫

ফসলী জমিতে ইটভাটা নির্মাণের ঘটনায় পরিবেশ আদালতের তদন্তের নির্দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া এলাকায় ফসলী জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত।

বুধবার (১৪ মে) রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পরিবেশ আদালতের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ধারা ৮ (১) লঙ্ঘন এবং আইনটির ১৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় আমলে নেয়ার উদ্দেশ্যে রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্তসহ আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ১২ মে দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকায় “রাজবাড়ীতে ফসলী জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নলিয়া ব্রহ্মগুরা এলাকায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণ ও মাটি পরিবহনের সময় ট্রাক্টরের চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা উল্লেখ ছিল।

আদালত আগামী ২৯ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

 

রাজু

×