
রৌমারী উপজেলায় ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে অনলাইনে লটারীর মাধ্যমে ইরি-বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরাসরি কৃষকদের কাছ থেকে উপজেলা খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন এ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান, উপজেলা (ভার:) খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, মিল মালিক মো.আবুল কাশেম, কৃষক, চাতাল ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান বলেন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সবাইকে জানানোর অনুরোধ রইলো। কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।
চলতি বোরো মৌসুমে রৌমারী উপজেলায় কৃষকের কাছ থেকে ৬’শ ৬৫ টি মে: টন ধান ক্রয় করা হবে এবং ৪৯ টাকা কেজি দরে ১১’শ ৩৭ মে: টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজু