ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সৌদি আরব মাতিয়ে এলেন লাবণ্য

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ১৩ মে ২০২৫

সৌদি আরব মাতিয়ে এলেন লাবণ্য

রুহানী সালসাবিল লাবণ্য

প্রজন্মের আলোচিত দর্শকপ্রিয় উপস্থাপিকা, নৃত্যশিল্পী রুহানী সালসাবিল লাবণ্য। সম্প্রতি সৌদি আরবের খোবার ও জেদ্দাতে টানা আটদিন আটটি শো উপস্থাপনা করে ফিরেছেন দেশে। দেশের বাইরে টানা আটটি দিন কোনো শোয়ের উপস্থাপনা করেছেন তিনি এবারই প্রথম। এই নিয়ে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য।

কারণ এবারে পর পর আটটি শোতে সংগীত হিসেবে পেয়েছেন রকস্টার জেমস, প্রজন্মের সেরা গায়িকা কণা, প্রজন্মের সেরা গায়ক ইমরান মাহমুদুল, মিলা, পড়শী’সহ অনেকে। শিল্পীরাও তাদের মাঝে রুহানী লাবণ্যকে পেয়েছিলেন বেশ উচ্ছসিত। 
রুহানী লাবণ্য বলেন, এবারের সৌদি আরবের শো আমার জীবনের অন্যতম সেরা শো। কারণ আটদিন আমি শোর উপস্থাপনা করেছি। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমার জীবনের স্মরণীয় একটি ইভেন্ট হয়েই থাকবে। শোতে সবার সঙ্গে চমৎকার সময় কেটেছে। দেশের শিল্পীর সংগীত পরিবেশনার সময় সেখানকার প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, যে উচ্ছ্বাস আমি দেখেছি তা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

আমিও উপস্থাপনার মধ্যদিয়ে কথায় কথায় তাদের সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করেছি। আমার প্রতিও তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ আয়োজকদের আমাকে, আমাদের এত সম্মান দেওয়ার জন্য। সত্যি বলতে কী প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা অনেক কষ্ট করেন তার পরিবারের জন্য। দেশে তার পরিবার যেন ভালো থাকে এটাই তাদের কাম্য থাকে।

×