ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগ দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩৮, ১৩ মে ২০২৫; আপডেট: ১৯:৩৯, ১৩ মে ২০২৫

সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগ দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দেওয়ার সাতদিন পরে বিএনপির সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  আজ ১৩ মে, মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত হওয়া গেছে। বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমানকে প্রথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে মোস্তাফিজুর রহমান ৬ মে, দুপুরে বরিশালে ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম সাহেবের হাত ধরে তার দলে যোগদান করেন। 

কলাপাড়ায় ব্যক্তি জনপ্রিয়তায় অন্যতম অবস্থানে থাকা এই সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে ‘হাতপাখা’ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন এমনটা মনে করছেন তার অনুসারী ভক্ত ও এখানকার চরমোনাই পীরের অনুসারীর অনেকে। তাকে হাতপাখা প্রতীকের  পটুয়াখালী -৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে অনেক ভক্ত অনুসারী ভাবতে শুরু করছেন।

কলাপাড়ায় এমনিতেই চরমোনাই পীরের অনুসারীরা আলাদা সাংগঠনিক শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছেন। রয়েছে তাদের আলাদা শক্ত ভোট ব্যাংক। ইতিপূর্বে তারা পতিত আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সময়ে  তৃণমূল পর্যায়ের নির্বাচনে কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয় ছিনিয়ে নেন। চাকামইয়া ইউনিয়নে মাত্র দুই শতাধিক ভোটে পরাজিত হন ইসলামি আন্দোলন সমর্থিত প্রার্থী। এছাড়া প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলটির প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানজনক ভোট পেয়েছেন। এসব কারণ বিবেচনায় মোস্তাফিজুর রহমানের ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান বলে মনে করছেন অনেকে।  

উল্লেখ্য মোস্তাফিজুর রহমান ১৯৮৯-১৯৯১ সাল পর্যন্ত এবং ২০০৯ সালের ৩১ মে থেকে ২০১৪ সালের ২০ মে পর্যন্ত কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এ ছাড়া তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে পটুয়াখালী-৪ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মোস্তাফিজুর রহমানের যোগ দেওয়ার কারণে তৃণমূল পর্যায়ের ইসলামি আন্দোলন নেতাকর্মীরা উচ্ছ্বসিত রয়েছেন। তার ব্যক্তি ভক্তরা বেজায় খুশি রয়েছেন।

ইসলামি আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো হাবিবুর রহমান জনকণ্ঠ কে জানান, মুলত নির্বাচনী কোন প্রতিশ্রুতি ছাড়াই তিনি পীর সাহেব চরমোনাইয়ের দলের আদর্শের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান দেখিয়ে ইসলামের খেদমত করতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগ দিয়েছেন।  

তবে মোস্তাফিজুর রহমানের ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগ দেওয়ার  বিষয়ে বলেছেন জনগণের সেবার পাশাপাশি ইসলামের খেদমত করতে তিনি দলটিতে যোগ দিয়েছেন। 

আসিফ

×