ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তালতলীতে ফারিয়ার নতুন কমিটি ঘোষণা, সভাপতি হেলালী ও সাধারণ সম্পাদক শাহীন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১৩ মে ২০২৫; আপডেট: ১৯:৩৮, ১৩ মে ২০২৫

তালতলীতে ফারিয়ার নতুন কমিটি ঘোষণা, সভাপতি হেলালী ও সাধারণ সম্পাদক শাহীন

ছবি: জনকণ্ঠ

বরগুনার তালতলীতে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল (সোমবার) রাত ৮ টায় উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দোতলার হলরুমে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটির ঘোষণা দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাসার হেলালী এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন আলম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আব্বাস উদ্দিন এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল জলিল। বাকি পথগুলো পরবর্তী কার্যনিরী সভায় অন্তর্ভুক্ত করা হবে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত প্রতিনিধিরা নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং সংগঠনের অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, ফারিয়ার সদস্যরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি/সম্পাদক নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন ও প্রতিনিধিদের পেশাগত অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য নিরলস কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এএইচএ

আরো পড়ুন  

×