ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দুই একটা ঝটিকা মিছিল ছাড়া আ. লীগের কি কার্যক্রম আছে: শহীদ খান

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ মে ২০২৫

দুই একটা ঝটিকা মিছিল ছাড়া আ. লীগের কি কার্যক্রম আছে: শহীদ খান

ছবিঃ সংগৃহীত

একটি টকশোতে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, "এখানে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ—এখানে একটি ফাঁক থেকে গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা পরিবর্তনের চিন্তা করেছিলাম, যেখানে ন্যায়বিচার নিশ্চিত হবে, বৈষম্য দূর হবে এবং বাকস্বাধীনতা থাকবে। কিন্তু সেই ব্যাখ্যা আজ আর স্পষ্ট দেখা যাচ্ছে না।"

তিনি আরও বলেন, "আপনি একটু আগে বলেছিলেন, 'মবের মুল্লুক', কিন্তু সরকারের বক্তব্য বারবার পরিবর্তিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এক বক্তৃতায় বলেছিলেন, 'মবোক্রেসির দিন শেষ, আর হবেনা।' কিন্তু এখন কী দেখছি? মবোক্রেসির সময় এখনো শেষ হয়নি, বরং আরও বাড়ছে এবং এটি সরকার বা রাষ্ট্রের কঠোর মনোভাবের ফল। কথায় বলে, 'কাজের গরু গোয়ালে নাই, কিন্তু কেতাবে আছে'—এমন পরিস্থিতি চলছে।"

এছাড়া, তিনি মন্তব্য করেন যে, "এই ধরনের সার্কুলার এবং প্রজ্ঞাপন কীভাবে হবে তা পরবর্তীতে দেখা যাবে, এবং মব কোন লোককে ধরে নিচ্ছে—সে লোকটা তো আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তবে, বাস্তবে যদি দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম তেমন কিছুই নেই—দু-একটি ঝটিকা মিছিল এবং সামাজিক নেটওয়ার্কে কিছু বক্তব্য দেওয়া ছাড়া। আর সামাজিক নেটওয়ার্ক তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/196p6MaeXC/

মারিয়া

×