ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে: এম এ মালেক

প্রকাশিত: ০৮:৩৪, ১৩ মে ২০২৫

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে: এম এ মালেক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের ত্যাগ ও ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

তিনি বলেন, "দল যাকে মূল্যায়ন করবে, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের সুখে প্রবাসীরা আনন্দিত হয়, দুঃখে প্রবাসীরা কাঁদে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গত ১৬ বছর প্রবাসীরা কঠিন সময় পার করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরলস আন্দোলন করেছে।"

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানসহ দেশ ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি।"

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এম এ মালেক বলেন, "বর্তমান সরকার সময় নিয়েছে, তারা ঘোষণা দিয়েছে—ড. ইউনূসের নেতৃত্বে ডিসেম্বর মাসে একটি নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা রাষ্ট্র মেরামতের একটি রূপরেখা।"

তিনি আরও অভিযোগ করেন, "আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীরা এখনো সিলেটসহ বিভিন্ন এলাকায় প্রবাসীদের বাড়িঘর দখল করে রেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দখলদারিত্ব অবিলম্বে ছেড়ে দিন। সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা এই তথ্যগুলো তুলে ধরুন।"

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, "প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠায় না, দেশের গণতান্ত্রিক লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Qj2x1rqmUm8

এএইচএ

আরো পড়ুন  

×