ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে চাঞ্চল্যকর ইয়াসিন হত্যার প্রধান আসামী রাজশাহীতে গ্রেফতার  

মামুন-অর-রশিদ, রাজশাহী

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ মে ২০২৫; আপডেট: ১৪:৩৭, ১৩ মে ২০২৫

ফরিদপুরে চাঞ্চল্যকর ইয়াসিন হত্যার প্রধান আসামী রাজশাহীতে গ্রেফতার  

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী খুনের প্রধান আসামী ইসমাইল বেপারীকে (১৮) রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল ফরিদপুরের ভাঙ্গা থানার মিয়াপাড়া গ্রামের আবদুল আওয়ালের ছেলে। ঘটনার পর থেকে সে পালিয়ে রাজশাহীতে অবস্থান করছিলো। মঙ্গলবার রাজশাহী র‍্যাবের পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, আসামী ইসমাইলদের সঙ্গে বটগাছের জট কাটা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো ইয়াসিনদের। এরই ধারাবাহিকতায় ১০ মে রাতে ইয়াসিন খালাসীকে আসামী ইসমাইল বেপারী মোবাইল ফোনে একটি ধানক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা অপর আসামীরা ধারালো রামদা, চাকু, হাতুড়ি, লোহার রড, চাইনিজ কুড়াল দিয়ে ইয়াসিনকে কুপিয়ে জখম করে। এরপর পেটে আঘাত করে ভুড়ি বের করে ধানক্ষেতেই লাশ ফেলে পালিয়ে যায় আসামীরা। পরে স্থানীয়রা টের পেয়ে ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়, হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনায় ভাঙ্গা থানায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় র‍্যাব রাজশাহীর একটি টিম নিয়ে গোয়েন্দা অনুসন্ধান করে প্রধান আসামীকে রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। তাকে ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।  

 

নোভা

আরো পড়ুন  

×