
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পরপরই গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। আল-আকসা হাসপাতালে অবস্থানরত সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, গাজার আকাশজুড়ে এখন ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে।
গাজার সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক। বহু পরিবার জানিয়েছেন, তারা খাবার সংগ্রহে ব্যর্থ হচ্ছেন, শিশুদের না খাইয়ে ঘুমাতে পাঠাতে হচ্ছে। ক্ষুধা ও যুদ্ধের যাঁতাকলে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা অঞ্চল।
এদিকে, হামাস জানিয়েছে, বন্দি মুক্তির ঘটনা একটি ইতিবাচক অগ্রগতি, যা একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পথ সুগম করতে পারে। তাদের দাবি, তারা যুদ্ধের অবসান, মানবিক সহায়তা প্রবেশ ও গাজার পুনর্গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
তবে বাস্তবে যুদ্ধ থেমে নেই। গাজাবাসী আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করেছে।
এসএফ