সুন্দরবনের মান্দারবাড়িয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রেখে যাওয়া ৭৫ বাংলাদেশী ও তিন ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় সোপর্দ করে। উদ্ধারকৃত বাংলাদেশীদের বাড়ি নড়াইল, খুলনা, যশোর ও বরিশাল জেলায়। তাদের অধিকাংশই দুই মাস থেকে ৩৭ বছর ধরে বিভিন্ন মেয়াদে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে বসবাস করত।
এদিকে দায়েরকৃত মামলার আসামিরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খালিদ শেখের ছেলে আব্দুর রহমান (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মুন্না শাহের ছেলে হাসান শাহ (২০) ও একই গ্রামের সোহেল শেখের ছেলে সাইফুল শেখ (১৯)। এদের বাবা-মা বাংলাদেশী হলেও জন্ম ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ জেলার যথাক্রমে নেহেরীনগর, জোপারপাচ্চি ও ফুলবাড়িয়ায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএসএফের ‘পুশ ইন’ করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশী। অপর তিনজনের পৈত্রিক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে ররিবার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে।