
ছবি : প্রতীকী
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ ফের মাঠে গড়াচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিসিসিআই নতুন সূচি প্রকাশ করেছে।
সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএলের বাকি অংশ, আর ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।
স্থগিত হওয়ার আগে সীমান্ত উত্তেজনার কারণে ৯ মে থেকে টুর্নামেন্ট বন্ধ ছিল। নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে—এর মধ্যে ১৩টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ।খেলাগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেনুতে । বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।
প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে জানানো হবে। তবে তারিখগুলো এরইমধ্যে প্রকাশ করা হয়েছে—
-
২৯ মে: কোয়ালিফায়ার ১
-
৩০ মে: এলিমিনেটর
-
১ জুন: কোয়ালিফায়ার ২
-
৩ জুন: ফাইনাল
আইপিএলের বাকি লিগ ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)
-
১৭ মে, রাত ৮টা — রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু)
-
১৮ মে, বিকেল ৪টা — রাজস্থান রয়্যালস vs পাঞ্জাব কিংস (জয়পুর)
-
১৮ মে, রাত ৮টা — দিল্লি ক্যাপিটালস vs গুজরাট টাইটান্স (দিল্লি)
-
১৯ মে, বিকেল ৪টা — লখনউ সুপার জায়ান্টস vs সানরাইজার্স হায়দরাবাদ (লখনউ)
-
২০ মে, রাত ৮টা — চেন্নাই সুপার কিংস vs রাজস্থান রয়্যালস (দিল্লি)
-
২১ মে, রাত ৮টা — মুম্বাই ইন্ডিয়ান্স vs দিল্লি ক্যাপিটালস (মুম্বাই)
-
২২ মে, রাত ৮টা — গুজরাট টাইটান্স vs লখনউ সুপার জায়ান্টস (আহমেদাবাদ)
-
২৩ মে, রাত ৮টা — রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs সানরাইজার্স হায়দরাবাদ (বেঙ্গালুরু)
-
২৪ মে, রাত ৮টা — পাঞ্জাব কিংস vs দিল্লি ক্যাপিটালস (জয়পুর)
-
২৫ মে, বিকেল ৪টা — গুজরাট টাইটান্স vs চেন্নাই সুপার কিংস (আহমেদাবাদ)
-
২৫ মে, রাত ৮টা — সানরাইজার্স হায়দরাবাদ vs কলকাতা নাইট রাইডার্স (দিল্লি)
-
২৬ মে, রাত ৮টা — পাঞ্জাব কিংস vs মুম্বাই ইন্ডিয়ান্স (জয়পুর)
-
২৭ মে, রাত ৮টা — লখনউ সুপার জায়ান্টস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (লখনউ)
সা/ই