পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাধীন ঘোষেরহাট বাজারস্ত ব্রিজটি দীর্ঘ প্রায় ৯ বছর যাবৎ চলাচলের অনুপযোগী হওয়ার পরেও কর্তৃপক্ষের এখন পর্যন্ত টনক নড়েনি। প্রতিদিন শিক্ষার্থী,শিশু,বৃদ্ধ, অসুস্থ রোগী থেকে শুরু করে কয়েক শতাধিক লোক ঝুঁকি নিয়ে পারাপার হলেও কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারায় মানুষের ভোগান্তি চরম শিখরে পৌঁছেছে, যার ফলে দূরবর্তী কোনো ব্যবসায়ী আসতে না পারায় অত্র বাজারের দীর্ঘদিনের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে দিনের পর দিন লোকসান গুনছে।