ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই: হান্নান মাসুদ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ০৭:৩৩, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ০৭:৩৮, ১৫ জুলাই ২০২৫

এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই: হান্নান মাসুদ

ছ‌বি: জনকণ্ঠ

“এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে ‘জিও ব্যাগ ডাম্পিং’ প্রকল্পের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। দোয়া ও মিলাদের মাধ্যমে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন করা হয়।

আব্দুল হান্নান মাসুদ বলেন, “আমি হাতিয়ায় এসেছি, আমি বাংলাদেশের রাজনীতি করেছি। আমি বলছি, বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। আজকে আমি বৃষ্টির মধ্যে এখানে এসেছি, তার মানে তাদের চিন্তা করতে হবে— নেতা হতে হলে বৃষ্টির মধ্যে, কাঁদার মধ্যে, সব জায়গায় যেতে হবে।

এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই। ওছখালী বসে রাজনীতি করার সুযোগ নেই। আর বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে রাজনীতি করার সুযোগ নেই। রাজনীতি করতে হলে কাদার মধ্যে মানুষের কাছে যেতে হবে, নদীর ধারে যেতে হবে, গরিব-দুঃখী মানুষের কাছে যেতে হবে।

রাজনীতি করলে ভূমিহীনদের ভূমি কেড়ে না নিয়ে, তাদেরকে ভূমি বুঝিয়ে দিতে হবে। রাজনীতি করতে হলে রাস্তাঘাটের কাজ করতে হবে— কিন্তু সেই কাজ থেকে চাঁদা খাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আমি খুব সুন্দরভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো বয়সে ছোট, কিন্তু আপনারা বয়সে অনেক বড়— অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন।

এই হাতিয়ার মানুষের জন্য গত ৫০ বছরে আপনারা কী করেছেন? আপনারা শুধু একটা জিনিস পারেন— মানুষকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া, দলকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া। এর বাইরে আপনারা আর কিছুই পারেন না।

আপনারা আমার থাকার জায়গায় গিয়ে, আমার বাসার সামনে গিয়ে ‘এনসিপি ভুয়া’ বলে স্লোগান দেন। এনসিপি আপনাদের কী করেছে? এনসিপি হাতিয়ার ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিয়েছে। এনসিপি হাতিয়ার মানুষের রাস্তাঘাট করে দিচ্ছে। হাতিয়ার মানুষের নদীভাঙন রোধে দিনরাত কাজ করে যাচ্ছে।”

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.কে.

×