ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

প্রকাশিত: ১১:২৪, ১৫ জুলাই ২০২৫

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

ছবি: সংগৃহীত।

আজকের ডিজিটাল যুগে গোপন ক্যামেরা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম। ট্রায়াল রুম, হোটেল রুম, চেঞ্জিং রুম কিংবা ব্যক্তিগত টয়লেট—সব জায়গায়ই গোপনে নজরদারির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কিছু অসাধু ব্যক্তি ছোট আকারের হিডেন ক্যামেরা বসিয়ে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল, সামাজিক হুমকি এমনকি অপরাধমূলক কার্যকলাপে। তাই সচেতন না হলে আপনি নিজেও হতে পারেন এই ভয়ঙ্কর ফাঁদের শিকার।

এই প্রতিবেদনে তুলে ধরা হলো—কীভাবে আপনি সহজে গোপন ক্যামেরা শনাক্ত করতে পারেন, কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই কীভাবে সতর্ক হবেন, আর কোন জায়গায় প্রবেশের আগে আপনার খেয়াল রাখা জরুরি।

গোপন ক্যামেরা কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে?

  • দেয়ালের ঘড়িতে বা ডিজিটাল ঘড়িতে

  • বাতি, অ্যালার্ম বা ধূপদানিতে

  • চার্জার, পাওয়ার অ্যাডাপ্টার বা সুইচবোর্ডে

  • ফুলদানি বা শো-পিসে

  • টেলিভিশনের রিমোট বা স্মোক ডিটেক্টরে

  • বাথরুমের হুক, আয়না বা শাওয়ার হেডে

কীভাবে চেনা যাবে গোপন ক্যামেরা?

১. রুমের আলো নিভিয়ে মোবাইল ক্যামেরা ব্যবহার করুন

মোবাইল ক্যামেরা অন করে ঘরের দিকে ঘুরিয়ে দেখুন। যদি কোথাও থেকে লালচে বা নীলচে আলো চোখে পড়ে, তবে সেটি ইনফ্রারেড ক্যামেরার ইঙ্গিত হতে পারে।

২. আয়নায় 'ফিঙ্গার টেস্ট' করুন

রুমের আয়নায় আঙুল ছুঁইয়ে দেখুন—আঙুলের স্পর্শ আর প্রতিফলনের মাঝে ফাঁকা থাকলে তা সাধারণ আয়না, আর সরাসরি ছোঁয়া গেলে তা হতে পারে 'টু-ওয়ে মিরর' যেখানে পেছনে ক্যামেরা লুকানো থাকে।

৩. Wi-Fi স্ক্যানার অ্যাপ ব্যবহার করুন

মোবাইলের মাধ্যমে ‘Fing’ বা অনুরূপ অ্যাপ ব্যবহার করে রুমে থাকা ডিভাইস স্ক্যান করুন। অপরিচিত ক্যামেরা যুক্ত ডিভাইস ধরা পড়তে পারে।

৪. অসাধারণ বা অস্বাভাবিক বস্তু লক্ষ্য করুন

অস্বাভাবিকভাবে রাখা বা কৌতূহলজাগানিয়া কোনো বস্তু দেখলে তা পরীক্ষা করে দেখুন।

৫. কোনো কিছুতে ছোট গর্ত বা লেন্সের মতো কিছু থাকলে সতর্ক হোন

গোপন ক্যামেরার লেন্স খুবই ক্ষুদ্র, কিন্তু আলো ফেললে প্রতিফলন দেখা যায়।

অতিরিক্ত সতর্কতা:

  • অচেনা হোটেলে রুম নেওয়ার সময় ওয়াল স্ক্যান করে নিন

  • ট্রায়াল রুমে প্রবেশের আগে আয়না, হুক ও লাইট চেক করুন

  • রুমে ঢুকে প্রথমেই আলো নিভিয়ে মোবাইল ক্যামেরা ব্যবহার করুন

  • জরুরি হলে হোটেল ম্যানেজমেন্ট বা নিরাপত্তা বাহিনীকে জানান


ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ব্যক্তিগত সচেতনতাও জরুরি। প্রতিটি মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে—তা নিশ্চিত করতে হলে নিজেকেই হতে হবে প্রথম সুরক্ষাবলয়। হোক তা হোটেল, রেস্টরুম কিংবা ট্রায়াল রুম—সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

নুসরাত

×