
সৌদি আরবের ট্রাফিক বিভাগের জেনারেল ডিরেক্টরেট সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছে, বিদেশি নাগরিকরা কতদিন এবং কী শর্তে আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে দেশটিতে গাড়ি চালাতে পারবেন।
ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে আগত ভিজিটররা তাদের আন্তর্জাতিক বা বিদেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন—এটি তাদের সৌদিতে প্রবেশের তারিখ থেকে গণনা করা হবে, কিংবা লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত—যেটি আগে ঘটে।
একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, সংশ্লিষ্ট লাইসেন্স অবশ্যই চালানো যানবাহনের ক্যাটাগরির সঙ্গে মিল থাকতে হবে। তাছাড়া, সব বিদেশি লাইসেন্সই একটি স্বীকৃত সংস্থা দ্বারা অনূদিত হতে হবে, যাতে তথ্যের নির্ভুলতা ও স্পষ্টতা নিশ্চিত করা যায়।
তবে, এই নিয়মগুলো জিসিসি (GCC)—অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ট্রাফিক বিভাগ নিশ্চিত করেছে, জিসিসিভুক্ত দেশের নাগরিকরা তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন, এবং এ জন্য আলাদা সৌদি অস্থায়ী লাইসেন্সের প্রয়োজন হবে না। তারা তাদের নিজস্ব লাইসেন্স তার মেয়াদকাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
তবে, কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে জিসিসিভুক্ত দেশগুলো থেকে ইস্যু করা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটগুলো GCC রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃসীমান্ত ব্যবহারযোগ্য নয়, যার মধ্যে সৌদি আরবও অন্তর্ভুক্ত।
সানজানা