
রাহুল যাদব
সম্প্রতি একের পর এক বিপদের মুখে পড়ছেন ভারতীয় তারকারা। কদিন আগেই কানাডায় কপিল শর্মার রেস্তরাঁয় হামলার ঘটনা ঘটে। এবার গুলির মুখে পড়লেন জনপ্রিয় হরিয়ানভি র্যাপার ফাজিলপুরিয়া। তার প্রকৃত নাম রাহুল যাদব। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হরিয়ানার গুরু“গ্রামের উপকণ্ঠে বাদশাহপুর এলাকায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তবে তিনি প্রাণে বেঁচে যান।
ঘটনার সময় গাড়িতে ছিলেন ফাজিলপুরিয়া। স্থানীয়রা জানিয়েছেন, গায়কের গাড়ি যখন সাদার্ন পেরিফেরাল রোড দিয়ে যাচ্ছিল তখনই আচমকা হামলা চালায় দুর্বৃত্তরা। গুলি চালিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, এই র্যাপার ইউটিউবার এলভিশ যাদবের ঘনিষ্ঠ বন্ধু। সাপের বিষ এবং অবৈধভাবে সাপ ব্যবহারের মামলায় এলভিশের নাম উঠে আসার পর ফাজিলপুরিয়াও আলোচনায় আসেন। ধারণা করা হচ্ছে, সেই মামলার সূত্র ধরেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
২০১৪ সালে ‘লাড়কি বিউটিফুল কর গ্যয়ি চুল’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। হরিয়ানভি এবং পাঞ্জাবি গানের জগতে তার রয়েছে শক্ত অবস্থান।
প্যানেল হু