
সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে আবারও আলোচনার কেন্দ্রে ইরান। চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দেশটি নতুন সামরিক কৌশল সাজাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপে জর্জরিত হলেও ইরান থেমে নেই—বরং সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করছে দেশটির শীর্ষ নেতৃত্ব।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হুমকি এবং উপসাগরীয় অঞ্চলে চলমান জাহাজ চলাচল নিয়ে জটিলতার প্রেক্ষাপটে ইরান তার রণকৌশল পরিবর্তন করছে। এতে করে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে।
সামরিক বিশ্লেষক হোসেইন তাকাভি বলেন, "ইরান তার প্রতিরক্ষা প্রস্তুতির ধরন বদলাচ্ছে। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও বাড়ানো হচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে—আঞ্চলিক শত্রুদের 'প্রতিরোধ' এবং ‘নিরুৎসাহিত’ করা।"
এছাড়াও জানা গেছে, ইরান তার ড্রোন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আধুনিকায়নের জন্য নতুন প্রযুক্তি সংযুক্ত করছে। একইসঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতাও আরও জোরালো হচ্ছে।
তবে এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা দেশগুলো মনে করছে, ইরানের এই তৎপরতা পরোক্ষভাবে নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
হ্যাপী