
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতিকালে আমেরিকা প্রবাসীর নববধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় শাকিল (২৫) ও রাসেল (২২) নামের দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে ৭–৮ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করা হয়। পরে চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয় ডাকাতরা। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।
জানা যায়, গত মে মাসে আমেরিকা প্রবাসী সিলেটের বাসিন্দা ওই তরুণীকে কলাপাড়ার ওই শিক্ষক বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মাথায় এমন ভয়াবহ ঘটনায় পরিবার শোকাহত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ও কলাপাড়ার শিক্ষক সমাজ।
স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম বাদুরতলী গ্রামে একটি মাদকসেবী ও বখাটে চক্র দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই চক্রটির সঙ্গে বহিরাগত ভাড়াটে ডাকাতদের যোগসাজশেই এ নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে।”
মিমিয়া