ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চ্যাটজিপিটি ব্যবহার করে ৯ সহজ কৌশলে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে

প্রকাশিত: ১৭:১৪, ১৫ জুলাই ২০২৫

চ্যাটজিপিটি ব্যবহার করে ৯ সহজ কৌশলে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ইংরেজি শেখা এখন আর কেবল বই, কোচিং কিংবা শিক্ষকনির্ভর নয়। প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক টুল চ্যাটজিপিটি হয়ে উঠেছে এক নতুন ইংরেজি শিক্ষক। খুব সহজ ৯টি কৌশল অনুসরণ করে বাড়ানো যেতে পারে ইংরেজি ভাষায় দক্ষতা। এ প্রতিবেদনে তুলে ধরা হলো চ্যাটজিপিটির মাধ্যমে ইংরেজি শেখার কার্যকর কিছু উপায়—

নিয়মিত লিখুন

চ্যাটজিপিটিকে আপনার লেখালেখির সঙ্গী করে তুলুন। প্রবন্ধ, গল্প কিংবা ইমেইল লিখে তার পর্যালোচনা চেয়ে নিতে পারেন। চ্যাটজিপিটি আপনার লেখা বিশ্লেষণ করে স্পষ্টতা, গঠন ও গ্রামার নিয়ে পরামর্শ দেবে। চাইলে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শৈলীতে লেখার অনুশীলনও করতে পারেন।

গ্রামার আয়ত্ত করুন

নিজের দুর্বল জায়গাগুলো শনাক্ত করে চ্যাটজিপিটির সাহায্যে গ্রামারের নিয়ম শেখা সম্ভব। আপনি চাইলে অনুশীলন প্রশ্ন চাইতে পারেন, আর চ্যাটজিপিটি তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর বিশ্লেষণ করে দেখাবে। বাস্তব উদাহরণসহ গ্রামার শেখার সুযোগও রয়েছে।

শব্দভাণ্ডার বাড়ান

অপরিচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ বা সংজ্ঞা জানতে চ্যাটজিপিটিকে বলুন। নতুন শব্দ শিখে তা দিয়ে নিজের লেখা ও কথোপকথনে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার পছন্দ ও আগ্রহ অনুযায়ী শব্দতালিকাও বানাতে পারেন।

কথোপকথনের দক্ষতা বাড়ান

চ্যাটজিপিটির সঙ্গে বিভিন্ন রকমের কথোপকথনের অনুশীলন করুন। চাইলে রোল-প্লে বা সংলাপ অনুশীলনও করতে পারেন। এতে করে আপনি ইংরেজির বাগধারা বা Idioms শিখতে পারবেন এবং তাৎক্ষণিক উদাহরণও জানতে পারবেন।

সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ুন

চ্যাটজিপিটির সঙ্গে জটিল বিষয় নিয়ে আলোচনা বা বিতর্ক করুন। এতে তথ্য বিশ্লেষণ, মতামত তৈরি ও চিন্তাশক্তি উন্নত হবে। আপনি চাইলে চ্যাটজিপিটির দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন করে ভিন্ন মতামত খুঁজে নিতে পারেন।

শোনার দক্ষতা বাড়ান

চ্যাটজিপিটিকে অডিও বা ভিডিও ট্রান্সক্রিপ্ট করতে বলুন। এতে করে শোনার মাধ্যমে বোঝার ক্ষমতা বাড়বে। চাইলে বিভিন্ন ইংরেজি উচ্চারণ ও টোন বুঝতে শুনে শুনে অনুশীলনও করতে পারেন।

লেখার জড়তা কাটান

লেখা শুরু করতে পারছেন না? চ্যাটজিপিটি আপনাকে আইডিয়া দেবে, লেখার শুরুতে সহায়তা করবে। এমনকি অসম্পূর্ণ লেখাকে পূর্ণাঙ্গ করে তোলার জন্যও দারুণ পরামর্শ দিতে পারে।

পরীক্ষার প্রস্তুতি নিন

যেকোনো ইংরেজি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক চ্যাটজিপিটি। আপনি চাইলে সেটিকে দিয়ে মক টেস্ট তৈরি করাতে পারেন। পরীক্ষার প্রশ্নের ধরন ও উত্তর কৌশল নিয়ে ধারণাও পাওয়া যাবে।

উচ্চারণ উন্নত করুন

উচ্চারণ শেখার জন্য চ্যাটজিপিটি আপনাকে নির্দিষ্ট শব্দ বা বাক্যের অডিও দিতে পারে। আপনি তা শুনে অনুকরণ করে অনুশীলন করতে পারেন। চাইলে চ্যাটজিপিটি বিভিন্ন অনলাইন টুলেরও পরিচয় দিতে পারে।

ইংরেজি শেখায় চ্যাটজিপিটি এখন একটি অভিনব ও ফলপ্রসূ মাধ্যম। সঠিকভাবে ব্যবহার করলে এটি হয়ে উঠতে পারে আপনার পার্সোনাল টিউটর, লেখার পার্টনার এবং কথা বলার অনুশীলনসঙ্গীও।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রাকিব

×