ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর করতে  টিকটক, রিলসের ভূমিকা কতটুকু? 

প্রকাশিত: ১২:০১, ১৫ জুলাই ২০২৫

সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর করতে  টিকটক, রিলসের ভূমিকা কতটুকু? 

সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর করতে  টিকটক, রিলসের ভূমিকা কতটুকু? 

প্রেমিক-প্রেমিকাদের জন্য টিকটকের পরামর্শ যেন আদর্শ হয়ে উঠেছে এখন। তবে প্রশ্ন হলো টিকটকের পাওয়া সম্পর্কের পরামর্শ কি আদৌ বাস্তবসম্মত? না কি এগুলো সম্পর্ককে আরও বেশি ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে। 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা।   

টিকটকে বিভিন্ন পেইজ আছে যেগুলো সম্পর্কের বিভিন্ন টিপস দিতে থাকে। এমনকি আদর্শ দম্পতিদের কী করা উচিত সে বিষয়েও বিভিন্ন তথ্য দেয়। ভালোবাসা কি, আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে কিনা এমন নানান বিষয়ক রিলস পাওয়া যায় টিকটক, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানে পাওয়া যায় ‘সফট লঞ্চিং’ ‘হার্ড লঞ্চিং’, ‘কাপল গোলস’, কিংবা ‘বেইজ ফ্ল্যাগ’ সংক্রান্ত অসংখ্য ভিডিও। অনেকের কাছে এগুলো বিনোদনের হলেও বাস্তবে এগুলোর প্রভাব গভীর বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর। 

গবেষক ড. লিসা পোর্টোলান তার গবেষণায় দেখিয়েছেন, মানুষ এখন সম্পর্ককে নিজের জীবনের ‘প্রধান চরিত্র’ হওয়ার অংশ হিসেবে দেখে। ফলে তারা নিজের প্রেমকে অনলাইনে তুলে ধরতে চায় নাটকীয়ভাবে। রিলসের মাধ্যমে তারা ব্যক্তি জীবন তুলে ধরছেন এবং যারা এই রিলস ভিডিও দেখছে তাদের মনোভাব জানতে চান।  

ড. লিসা পোর্টোলান বলেন, বাস্তব সম্পর্ক রিলসের মতো এতটা সাজানো-গোছানো হয় না। কারণ এই প্ল্যাটফর্মে বেশিরভাগ সম্পর্কের কনটেন্ট হয় চিত্রনাট্যভিত্তিক, সম্পাদিত ও পরিকল্পিত। ফলে যিনি এগুলো দেখছেন, তিনি নিজের বাস্তব, জটিল সম্পর্ককে এগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে হয়ে পড়ছেন হতাশ, আত্মবিশ্বাস হারাচ্ছেন।

টিকটকে সম্পর্ক নিয়ে যে কনটেন্টগুলো জনপ্রিয় হয়, সেগুলোর ভেতরে থাকে ‘রোমান্টিক মাস্টার প্লট’ নামক এক ধরনের চিন্তাধারা। এটি মূলত পাশ্চাত্যের একটি ধারণা যেখানে প্রেমই জীবনের মূল উদ্দেশ্য, এবং সব সমস্যার সমাধান। অথচ এই ধারণা থেকে বেরিয়ে আসা সম্পর্কগুলোতে থাকে বাস্তবের জটিলতা, মতপার্থক্য, মানিয়ে চলার সংগ্রাম।

ড. লিসা পোর্টোলান জানান, আরও একটি বড় সমস্যা হচ্ছে তথাকথিত  ‘রিলেশনশিপ ইনফ্লুয়েন্সার’দের ভূমিকা। এরা প্রায়ই অদ্ভুত পরামর্শ দেন। উদাহরণ টেনে লিসা বলেন বিভিন্ন ভিডিওতে বলা হয়, “কীভাবে কাউকে তোমার প্রেমে পড়তে বাধ্য করবে” বা “কীভাবে তাকে তোমার প্রতি আসক্ত করবে”—যা অনেক সময় হয় মানসিকভাবে ক্ষতিকর এবং বিপজ্জনক।

টিকটক একদিকে যেমন পরিচয় ও ভালোবাসার বিভিন্ন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জায়গা, তেমনি এটি আবার এমন কিছু ট্রেন্ডও তৈরি করছে, যা সম্পর্ক নিয়ে মানুষের ধারণাকে সীমাবদ্ধ করছে। টিকটক ব্যবহারকারীরা যখন নিজেদের জীবনকে পর্দার সম্পর্কের সঙ্গে তুলনা করেন, তখন তারা নিজেদের সম্পর্ক নিয়ে হতাশায় থাকেন। তারা ভাবেন ভুল সম্পর্কে আছেন।  আসলে এগুলো পুরো বিষয়টা যে ভুল সেটাই তারা জানে না।  আসলে সম্পর্ককে বাঁচাতে প্রয়োজন আন্তরিকতা এবং ধৈর্যের। 
 

তাসমিম

×