ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বর্ষায় এসি চালানোর ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল! জানুন সঠিক ব্যবহার

প্রকাশিত: ১৭:০৯, ১৫ জুলাই ২০২৫

বর্ষায় এসি চালানোর ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল! জানুন সঠিক ব্যবহার

বর্ষার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। তবুও অফিস, আদালত ও বাসা-বাড়িতে আরামের জন্য এসি চালানো বন্ধ হয়নি। বর্ষাকালে আর্দ্রতা বাড়লেও অনেকেই এসি ব্যবহার করছেন ঘর ঠান্ডা করার জন্য। কিন্তু এসময় অনেকেই এসি ব্যবহার করতে গিয়ে কিছু সাধারণ ভুল করেন, যার ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায় এবং এসির কার্যকারিতাও কমে যায়।

এসির সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই মেনে চলুন—

১. এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন
বর্ষায় এসির ভেতরের আর্দ্রতা ফিল্টার ও ডাক্টে জমা হতে থাকে। যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, সেখানে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় যা দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতি দুই সপ্তাহ অন্তর একবার ফিল্টার পরিষ্কার করা জরুরি।

২. স্ট্যাবিলাইজার ব্যবহার করুন
বর্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজ ওঠানামা স্বাভাবিক ঘটনা। এসির সঙ্গে স্ট্যাবিলাইজার বা সার্জ প্রোটেক্টর না থাকলে ভোল্টেজ ওঠানামায় এসির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বর্ষায় এসির নিরাপত্তায় স্ট্যাবিলাইজার ব্যবহার করা আবশ্যক।

৩. বাইরের ইউনিটে মরিচার ঝুঁকি এড়ান
স্প্লিট এসির বাইরের ইউনিট সাধারণত বাইরে থাকে। বৃষ্টির কারণে এতে মরিচা ধরে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে ইউনিটটি ভালোভাবে ঢেকে রাখুন বা ছাদযুক্ত জায়গায় ইনস্টল করুন।

৪. এসির তাপমাত্রা ঠিক রাখুন
বর্ষাকালে এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাই ভালো। শুধুমাত্র এসি চালানোই নয় বরং ফ্যানও একসঙ্গে চালালে ঘরের বাতাস আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে এবং আরামদায়ক হয়।

এসি ব্যবহারে এই সহজ টিপসগুলো মেনে চললে বর্ষাকালেও আরাম ও সাশ্রয় দুটোই সম্ভব।

মিমিয়া

×