
গাজীপুর থেকে ময়মনসিংহের ভাবী ও তার দুই সন্তানসহ ট্রিপল মার্ডারের ঘটনায় প্রধান অভিযুক্ত দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জয়দেবপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম (৩৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সেনেরবাজার এলাকার বাসিন্দা।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ও স্থানীয়রা জানান, নেত্রকোনার সেনেরবাজার এলাকার রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করেন। রফিকুলের ছোট ভাই রিকশাচালক নজরুল ইসলাম একই বাসায় থাকতেন।
সোমবার সকালে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ইসলাম তালাবদ্ধ ঘরে তার স্ত্রী ময়না খাতুন (৩০) এবং দুই সন্তান রাইসা আক্তার (৪) ও মো. নীরব (২)-এর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা এ ট্রিপল মার্ডারের ঘটনায় নজরুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের নিচ থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি অন্যত্র পালিয়ে যেতে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে জয়দেবপুর থানার অপর একটি হত্যা মামলায়ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
মিমিয়া