ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বৃষ্টিতে প্রিয় জুতা নষ্ট হচ্ছে? এগুলো মেনে চলুন

প্রকাশিত: ১৬:৩৫, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৩৯, ১৫ জুলাই ২০২৫

বৃষ্টিতে প্রিয় জুতা নষ্ট হচ্ছে? এগুলো মেনে চলুন

রাজধানীর উত্তরার বাসিন্দা জাহানারা, কাজ করেন বেসরকারি এক প্রাইভেট ফার্মে। ব্যক্তিগতভাবে তিনি পছন্দ করেন জুতা সংগ্রহ করতে। অফিসের দিনগুলোতে নানান ধরনের জুতা পরে যেতে তিনি ভালোবাসেন। তাই সময় ও সুযোগ পেলেই তিনি নতুন জুতা কিনে ফেলেন। তার সংগ্রহে ফ্ল্যাট, হিল, সেমি হিল ও বোস্টনহিলসহ আছে অসংখ্য ধরণের জুতার সমারোহ।

তবে বর্ষার দিনে একেক জুতা পরতে গিয়ে তার মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে। কারণ বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেতে পারে তার প্রিয় জুতাগুলো। জাহানারা মতোই অনেকেই আছেন যারা নতুন জুতা সংগ্রহ করতে পছন্দ করেন, কিন্তু বর্ষাকালের রাস্তায় জমে থাকা কাদা-পানি তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তবে বর্ষায়ও শখের জুতা ঠিক রাখতে কিছু বিষয় মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

 বর্ষায় জুতা ব্যবহারে করণীয়

ওয়াটারপ্রুফ জুতা বাছাই করুন
বৃষ্টির দিনে চামড়ার জুতা এড়িয়ে বর্ষার জন্য আলাদা রাবার বা ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন।

ভিজে গেলে দ্রুত শুকান
জুতা ভিজে গেলে কখনোই সরাসরি রোদে শুকাবেন না। এতে চামড়ার জুতা শক্ত হয়ে ফেটে যেতে পারে। বরং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন এবং জুতার ভেতরে খবরের কাগজ ভরে দিন। এতে আর্দ্রতা শোষণ হবে এবং আকৃতি ঠিক থাকবে।

ওয়াটারপ্রুফিং স্প্রে ব্যবহার করুন
বর্ষার আগে এবং মাঝে মাঝে চামড়ার জুতায় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করুন। এতে জুতার ওপর সুরক্ষার স্তর তৈরি হবে।

জুতা শুকানোর জন্য ইলেকট্রিক ড্রায়ার
চাইলে বাজারে পাওয়া অনলাইন জুতা শুকানোর যন্ত্র ব্যবহার করতে পারেন।

জুতার দুর্গন্ধ দূর করতে টিপস

  • মোজা পরার আগে পায়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগান।
  • জুতার মধ্যে বেকিং সোডা ছিটিয়ে রাখুন, পরদিন মুছে ফেলুন।
  • লবঙ্গ তেলে ভেজানো তুলা বা কমলার খোসা জুতার ভেতরে রাখলে গন্ধ দূর হবে।
  • শুকনা টি-ব্যাগ সারারাত জুতার মধ্যে রাখলে দুর্গন্ধ দূর হবে।
  • সপ্তাহে একবার কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন।

জুতার সংরক্ষণে সতর্কতা

  •  দামি চামড়ার জুতা বর্ষায় না পরাই ভালো।
  • একজোড়া জুতা প্রতিদিন না পরে ঘুরিয়ে-ফিরিয়ে পরুন।
  • জুতাগুলো কাপড়ের ব্যাগে বা খবরের কাগজে মুড়ে রাখুন।

জুতা একজন মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিচায়ক। তাই বর্ষায়ও শখের জুতার যত্নে একটু সময় ও পরিকল্পনা করে চললে জুতাগুলো দীর্ঘদিন ভালো থাকবে।

মিমিয়া

×