
ছবি: সংগৃহীত।
গাজায় ইসরাইলের টানা হামলা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও হাজারো ফিলিস্তিনির মৃত্যুর প্রেক্ষাপটে এবার কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে একজোট হচ্ছে বিশ্বের ২৩টি দেশ। এই উদ্যোগে অংশ নিচ্ছে বাংলাদেশসহ একাধিক মুসলিম ও লাতিন আমেরিকান দেশ।
আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা—যারা “The Hague Group for Accountability”–এর সহসভাপতির দায়িত্ব পালন করছে। মূলত আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করাই এই জোটের লক্ষ্য।
জানুয়ারিতে গঠিত এই গ্রুপ ইতোমধ্যে বিশ্বজুড়ে মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার মন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, “ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া এই পরিস্থিতির ন্যায়সঙ্গত সমাধান সম্ভব নয়।”
এই সম্মেলনে অংশ নিচ্ছে—বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, গ্রেনাডিনস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৫৭,৫০০ ফিলিস্তিনি। লাখো মানুষ গৃহহীন হয়েছেন, আর অন্তত ২০ হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘বহুত্ববাদ ও মানবতার জন্য হুমকি’ বলে আখ্যা দিয়েছে।
নুসরাত