পরিবেশগত কারনে `আমার সোনার বাংলা-আমি তোমায় ভালবাসি,বাংলা আমার মায়ের ভাষা-বাংলা আমার প্রাণ` হৃদয়ে ছোঁয়া দেয়ার মতো মধুর সুরের মূর্ছনা যেন ইংলিশ সংস্কৃতির মাটির মাঝে ভবিষ্যৎ প্রজন্ম বাঙালী সন্তানরা হারিয়ে না যায়, এমন বার্তা পৌছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মিশিগান জুড়ে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী পথ প্রদর্শকমূলক আয়োজন।