ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

এস এম মিজান, সুনামগঞ্জ 

প্রকাশিত: ১১:৪৮, ১৩ জুলাই ২০২৫

সুনামগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন হরুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনী ও শহিদুল ইসলাম।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:
দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক সিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, নুরুল ইসলাম, আজাদ মিয়া, শ্যামল শান্ত, হাসান আল মাসুম, হাফিজ আরিফুল ইসলাম সরকার, মো. শামীম আহমদ, আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন ও মো. আলী রাজ আহমদ।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এ কমিটি আগামী তিন মাস বা তার বেশি সময় ধরে সংগঠনকে গতিশীল, শক্তিশালী ও কার্যকর করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। সেইসাথে সুনামগঞ্জের স্থানীয় সমস্যা, উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সুনামগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

মুমু ২

×