ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এনসিপি’র শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৬:৩০, ১৩ জুলাই ২০২৫

এনসিপি’র শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অ্যাডভোকেট রুহুল আমিনকে প্রধান সমন্বয়কারী ও সবুজ তালুকদারকে যুগ্ম সমন্বয়কারী করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অনুমোদন করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার (১২ জুলাই) রাতে এ কমিটি অনুমোদন করা হয়।

এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—যুগ্ম সমন্বয়কারী ওয়ালী উল্লাহ জাবের, অ্যাড. মো. তারিকুল ইসলাম, মাওলানা ইয়াকুব উসমানী, লিজা আখতার, জাকির হোসেন মিন্টু (আদর), মোস্তাজ যুবের মিটলু, মাহমুদুল হাসান, মো. জাহিদুল ইসলাম শিমুল, সদস্য ইয়াসমিন আখতার (ফাতেমা), আব্দুল কুদ্দুস হাওলাদার, রিদওয়ান মাহমুদ শিখন, মো. ইব্রাহিম, কান্তা আখতার, মোহাম্মদ গোলাম মোস্তফা, নাজির মোল্লা, মো. শাহেদ হাসান, সবুজ খান, রিফাতুল হাওলাদার, মো. আল আমিন, সামসুন্নাহার শিকদার (হালিমা), মো. নাঈম ইসলাম, মাহবুবা রহমান আলো, মাসুম মিয়া, আবু নাঈম, মাসুদ রানা, মো. পলাশ খান, খালেদুল ইসলাম রানা, সেভেনা আখতার (আফরোজা), কাজী তরুণ, নজরুল ইসলাম, ফরহাদ খান।

এ বিষয়ে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. রুহুল আমিন বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু। এনসিপি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে একজন নাগরিক তার ধর্ম, বর্ণ, শিক্ষা কিংবা শ্রেণিগত পরিচয়ের বাইরে শুধুমাত্র দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সেবা, সুযোগ ও সুরক্ষা গ্রহণ করতে পারবে। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে চলছি। আর শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি অনুমোদন করায় আমরা এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞ।’ 

সানজানা

আরো পড়ুন  

×