ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাসিম রানার পদত্যাগ, ফের ছাত্রদলে সক্রিয় হওয়ার ঘোষণা

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

প্রকাশিত: ২২:৫১, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫২, ১৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাসিম রানার পদত্যাগ, ফের ছাত্রদলে সক্রিয় হওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার ২য় যুগ্ম আহ্বায়ক মো. নাসিম রানা বাঁধন সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে বাঁধন অভিযোগ করেন, সংগঠনটি অরাজনৈতিক ও নিরপেক্ষ থাকার কথা বললেও মেহেরপুর জেলা শাখার আহ্বায়কসহ একাধিক সদস্য সরাসরি এনসিপির মতো রাজনৈতিক দলে যুক্ত হয়ে গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। এতে সংগঠনের আদর্শ ও নৈতিকতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি লেখেন, “এই পরিস্থিতিতে আদর্শিকভাবে নিজেকে সংগঠনের সঙ্গে সংযুক্ত রাখা আর সম্ভব নয়। আদর্শ ও নৈতিক অবস্থান ছাড়া কিছুই অর্জন সম্ভব নয়। তাই আমি পদত্যাগ করছি।”

স্ট্যাটাসে বাঁধন নিজের রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন। জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মেহেরপুরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২০ সালের এসএসসি পরীক্ষার পর ঢাকায় এসে কেন্দ্রীয় ছাত্রদলের দিকনির্দেশনায় মিরপুরে নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি উল্লেখ করেন, “বিশেষ করে জুলাই অভ্যুত্থান চলাকালে মিরপুর ১০ থেকে গণভবন অভিমুখে যাত্রা করা প্রথম মিছিলে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

ছাত্ররাজনীতিতে আদর্শের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যারা নীতি বিসর্জন দেয়, তারা কখনও স্থায়ী নেতৃত্ব গড়তে পারে না।”

পদত্যাগের মাধ্যমে তিনি ঘোষণা দেন, ১৩ জুলাই থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে আবারও সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন।

আসিফ

আরো পড়ুন  

×