ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে

প্রকাশিত: ১৭:৫৯, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৭, ১৩ জুলাই ২০২৫

চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে

ছবি: সংগৃহীত

চাতক পাখির মতো জাতি এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ, আদর্শবান, নৈতিক ও মানবিক নেতৃত্ব—যা জামায়াতে ইসলামীতে রয়েছে। যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও খুন-লুটপাটে জড়িত, তাদের ওপর জাতি আস্থা রাখতে পারে না।

শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াতের প্রতি মানুষের আস্থা দেখে কেউ কেউ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, অপপ্রচার চালাচ্ছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিবে।”

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে। জামায়াতে ইসলামী এসব বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে। এতে কিছু গোষ্ঠীর গায়ে লাগছে, কারণ তারা হয়তো অপরাধীদের পক্ষে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত প্রশাসনকে সহযোগিতা করা, অপরাধীদের নয়। দেশ গঠনে সব দলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিহাব

আরো পড়ুন  

×