
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা শতাধিক রোগীর মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরণ করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের ত্রাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার ও সদস্য মনি বেগম।
কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে এই খাবার বিতরণ করা হয়েছে। আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, “হাসপাতালে অনেক অসহায় রোগী আছেন, যারা ভালো খাবার কিনে খেতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছি।”
সানজানা